আল ক্বলক্বলাহ

7

আল ক্বলক্বলাহ কি?

ক্বলক্বলাহ (Vibration/ Echo) স্বিফাত টি স্বিফাতে লাযিম বা স্বিফাত আসলি এর গইর মুতাদ্বদ্দাহ এর অন্তর্ভুক্ত যার বিপরীতে অন্য কোন স্বিফাত নেই। ক্বলক্বলাহ শব্দের আভিধানিক অর্থ কম্পনযুক্ত নড়াচড়া । ডঃ আইমান সুয়াইদ বলেন “ক্বলক্বলাহ এর হারফ সমূহ সাকিন অবস্থায় মাখরাজের প্রান্তদ্বয় পরস্পর পৃথক হওয়ার মাধ্যেমে কম্পন ও প্রতিধ্বনিত হয়ে হারফ উচ্চারিত হওয়া, হারাকাতের (ফাতহা, দম্মাহ, কাসরাহ) ঘ্রান প্রকাশ পাওয়া ব্যতীত।

ক্বলক্বলাহর হারফ কয়টি?

ক্বলক্বলাহ এর  হারফ ৫ টি

এই হারফগুলো সহজে মনে রাখার জন্য আমরা একটি বাক্য মনে রাখতে পারি-    

ক্বলক্বলাহ কেন করা হয়?

ক্বলক্বলাহ এর হারফ গুলো শিদ্দার ও হারফ অর্থাৎ اَجِدُ قَطٍ بَكَتْ এর অন্তর্ভূক্ত। এ হারফগুলো আদায়ের সময় উচ্চারণ অঙ্গদ্বয় পরস্পর মিলিত হয়ে মাখরাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সাকিন অবস্থায় মাখরাজে বাতাস আবদ্ধ হয়ে যাওয়ার দরুন কন্ঠনালিতে কাঠিন্যতা সৃস্টি হয়। যেমন اَقْ। উক্ত কাঠিন্যতা দূর করণের জন্য ক্বলক্বলাহ এর ৫ হারফ সাধারন সাকিন হারফ থেকে ব্যতিক্রম রাখা হয়েছে। এক কথায় শিদ্দাহ থেকে মুক্তি পাওয়ার জন্য ক্বলক্বলাহ করা হয়।

ক্বলক্বলাহ-র পাঁচ হারফ আদায় করার পদ্ধতি কি?

ক্বলকলাহ-র স্তর কয়টি?

ক্বলক্বলাহ এর স্তর নিয়ে মতভেদ আছে। ইমাম ইবনুল আল জাযারী এর মতে এর স্তর দুটি। (১) ক্বলক্বলাহ কুবরা (২) ক্বলক্বলাহ সুগরা।

কিছু কিছু স্কলার মনে করেন ক্বলক্বলাহ যেটা শাদ্দাহ এর উপর করা হয় সেটা বেশী শক্তিশালী সেটার চেয়ে যেই ক্বলক্বলাহ শাদ্দাহ ছাড়া শুধু সাকিন হারফের উপর করা হয়। তাদের মতে ক্বলকলাহ-র স্তর -৩ টি

১. ক্বলক্বলাহ আকবর/ বড় ক্বলক্বলাহঃ তাশদীদ যুক্ত ক্বলক্বলাহ এর হারফে ওয়াক্বফ করলে সবচেয়ে বড় ক্বলক্বলাহ হবে মানে সবচেয়ে বেশি প্রতিধবনি হবে যেমন – وَتَبَّ

২.  ক্বলক্বলাহ ওছত্ব/ মাঝারি ক্বলক্বলাহঃ  তাশদীদ বিহীন ক্বলক্বলাহ এর হারফে ওয়াক্বফ করলে মাঝারি ক্বলক্বলাহ হবে মানে ক্বলক্বলাহ আকবর এর চেয়ে একটু কম  যেমন حَرِيْقْ

৩. ক্বলক্বলাহ ছুগরা/ ছোট ক্বলক্বলাহঃ ওয়াক্বফ বিহীন সাকিনযুক্ত ক্বলক্বলাহ এর হারফ যেটি শব্দের শেষে বা মাঝে থাকতে পারে। এখানে সবচেয়ে কম স্তরের ক্বলক্বলাহ হবে যেমন خَلَقْنَا

ক্বলক্বলাহ এর নিয়ম প্রয়োগ করার জন্য কিছু পরামর্শঃ

১. অনেকেই ক্বলক্বলাহ করার সময় চোয়াল এর ব্যবহার করে থাকে যেটা ভুল এখানে ফাতহার বা কাসরাহ এর মত চোয়াল বা দাঁতের পাটি পৃথক হবেনা বা নিচের দিকে যাবেনা অথবা দ্বম্মাহর মত দুই ঠোঁট গোল হবেনা।

২. ক্বলক্বলাহ করার সময় অযথা দীর্ঘায়িত করা যাবেনা। অনেকে ক্বলক্বলাহ র আওয়াজের শেষে হামযা সুকুন দিয়ে থামে যেটা ভুল আবার অনেকে সাকত ও করে ফেলে ক্বলক্বলাহ করার সময় পরের হারফে যাওয়ার আগে এটিও ভুল।

৩. মুশাদ্দাদ হারফে শুধু থামলে ক্বলক্বলাহ হবে অন্যথায় পড়া চালিয়ে যাওয়ার সময় ক্বলক্বলাহ হবেনা যদিও হারফটি ক্বলক্বলাহ এর । কারণ হল এখানে শাদ্দাহ এর প্রথম সাকিন হারফটি উচ্চারণের সময় ক্বলক্বলাহ করার দুটি ধাপের মধ্যে প্রথম ধাপ অর্থাৎ সংঘর্ষ হয় কিন্তু ২য় ধাপ অর্থাৎ মাখরাজের প্রান্তদ্বয় পৃথক হয়না আর শাদ্দাহ এর ২য় হারফটি হারাকাহ দিয়ে উচ্চারিত হয়। আর  মুতাহাররিক অবস্থায় এই হারফগুলোতে কখনই ক্বলক্বলাহ হবেনা।

৪. ক্বলক্বলাহ অনুশীলন করার জন্য সুরা আল বুরুজ, সূরা আত ত্বরিক্ব, সূরা আল বালাদ ও সূরা আল ফাজর পড়া যেতে পারে। সূরা মাসাদ এ তিন স্তরের ক্বলকলাহ এর উদাহরন পাওয়া যায়।

ক্বলক্বলাহ অনুশীলনের জন্য নিচের লিংক গুলো দেখা যেতে পারে-

https://youtu.be/8MNCj4QHLfU

https://youtu.be/9xVeXGPc7GA

https://youtu.be/oHWnLDZNEsE

-উস্তাযা হালিমা এর দারস থেকে

8 Comments.

Leave a Reply to Maksuda Hossain Cancel reply

Your email address will not be published. Required fields are marked *