কুরআন তিলাওয়াত

জানিনা কুরআন স্টুডেন্টদের একটু ফ্লুয়েন্টি পড়তে পারলে এমন কেন মনে হয় তারা পড়া দিলে ভুল হবেনা।তাহলে আমরা কেন শিখতে আসছি। আবার হলেও লজ্জা পায়। মানে আমরা তলিবুল ইলম। শিখতে যেয়ে যে লজ্জা পায় সে শিখতে পারেনা।আবার অনেকে অনেক রিজন দিতে থাকেন।হয়ত এইটা হয়েছে তাই এমন পড়েছি। টিচার বুঝে কোন কারনে কোন ভুলটা হয়। নার্ভাস এর ভুল উস্তাজারা পয়েন্ট করেনা সেটা বাদেই কারেকশনটা দেয়। আমিও যদি আমার টিচার এর কাছে পড়া দেই ভুল ধরবেন।

আমার শাইখারাও স্টুডেন্ট তার টিচার তার ভুল ধরবে,ধরে। ভুল ধরলে সেটা উস্তাজ যেভাবে বলে সেভাবে প্রাক্টিস করা।আমি টিচার, আমার ভুল ধরলে লজ্জা…প্লিজ এর থেকে বের হয়ে আসেন।টিচার্স দের ও লেভেল আছে। যে যার নলেজ হিসেবে শিক্ষা দেয়। আমার কিছু স্টুডেন্ট এর সামনেই আমাকে আমার টিচার আমাকে কারেক্ট করে।আমি একেবারেই ফাইন এটাতে। তার মানে এই না আমি কিছু পারিনা। আমার নলেজ কমে গেছে। প্রশ্নবিদ্ধ হয়ে গেছে!!! কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও দেখলাম মাসজিদে নাবিবির ইমাম কুরআন পড়ছে আর উনার শাইখ উনাকে থামাচ্ছে কারেকশন দিচ্ছে আর উনি জি জি বলে আবার রিপিট করছে সুবহানাল্লাহ…টিচার মানেই সে আপনার লেভেল বাড়ানোতে সাহায্য করবে। there is no limit for perfection….try your best. Do your best. That’s all matters. 

Halima Islam

3 Comments.

  1. ঠিক বলেছেন। আমি ও একমত।
    جزاك الله خيرا
    وبارك الله فيك

Leave a Reply to Mahfuza Cancel reply

Your email address will not be published. Required fields are marked *