Frequently Asked Questions

আমি কি রেকর্ড থেকে কোর্স সম্পন্ন করতে পারবো?

সব কোর্সে নয়। কিছু কোর্সে আলোচনা সাপেক্ষে। একাডেমি পেজে যোগাযোগ করুন।

আমি কি তাজউয়িদের যে কোন লেভেল থেকে কোর্স করতে পারবো?

-আপনি যদি তাজউয়িদের ইন্টারন্যাশনালি সিলেবাসে পড়ে থাকেন ভাইভা দিয়ে করতে পারেন।
-আর যদি না হয় লেভেল ১ থেকেই করতে হবে। (বালাগুল কুরআনের সিলেবাস অনেক বিস্তারিত, মাঝ থেকে শুরু করলে নাও বুঝতে পারে।

বালাগুল কুরআন কোর্সে ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট কি?

আপনি যদি কুরআন শিখতে আগ্রহী থাকেন।প্রতিটি ক্লাস রেগুলার করেন। এবং সিরিয়াসলি কোর্সটি সম্পন্ন করবেন বলে মনে করেন।আপনি ভর্তি হতে পারবেন। আর কোন রিকোয়ারমেন্ট নেই।

কোর্স কি লাইভ নেয়া হয় নাকি রেকর্ডেড?

বালাগুল কুরআনের প্রতিটি কোর্স লাইভ হয়।

স্কলারশিপ দেয়া হয়?

প্রতি ব্যাচ এ সিলেক্ট করে কিছু আবেদন নেয়া হয়। মেধা, আগ্রহ ও সিরিয়াসলি কোর্স করতে ইচ্ছুক এমন স্টুডেন্টদের মধ্যে।

আমি কি তোহফা /জাযারিয়্যাহ কোর্স সম্পুর্ন করলেই ইজাজাজ পাবো?

ইজাজাহ সানাদ আমানাহ। ইজাজাহ এর জন্য শর্তগুলো হচ্ছে-
১. কোন ভুল ছাড়া পুরো তাজউয়িদ এর মাতান মুখস্থ বলতে পারা (ভিডিও কলে)
২. সাথে প্রতি লাইনের ব্যাখ্যা জানা।
৩. তা কুরআন এর প্রতি আয়াতের তাজউয়িদের দলিল দিতে পারা তোহফা / জাযারিয়্যাহ থেকে।
৪. কুরআন রিসাইটেশন এ লাহানে জালি না থাকা।
৫. এবং সাথে তার আদব আখলাক উত্তম হওয়া।

কায়দা নুরানিয়াতে টিচার কে?

টিচার কায়দা নুরানিয়াতে ফুরকন সেন্টার থেকে সার্টিফাইড,ও ইজাজাহ কোর্সে অধ্যয়নরত।

সার্টিফিকেট দেয়া হবে কি কোর্স শেষে?

পরিক্ষায় ৭৫% পেয়ে উত্তীর্নদের সার্টিফিকেট প্রদান করা হয়।

কিরাত ক্লাসে ভর্তির যোগ্যতা কি?

আপনি যদি হাফস আন আসিম রিওয়াহ এর অ্যাডভান্স স্টুডেন্ট হোন করতে পারবেন।

For More Question