সাদাকা জারিয়াহ

আমার একজন টিচার আর তার কলিগরা তার শাইখের রেখে যাওয়া পান্ডুলিপি বই আকারে বের করেছেন , যা লেখা হয়েছিল ২০ বছর আগে ,শাইখ হয়ত কখনো ভাবেইনি তার এই লেখা কোনদিন ইন্টারন্যাশনালি ছড়িয়ে যাবে সবার হাতে ,গুস বাম্প ফিল হচ্ছে,আমার শাইখা সব সময় বলেন তোমরা আমার সাদকায়ে জারিয়া, আমার উস্তাজার মত সাদকায়ে জারিয়া রেখে যাওয়া কতই না উত্তম ,আল্লাহ কবুল করুন দুইজনকেই, ইমাম সিবাওয়ের মারা যাওয়ার পর তার স্টুডেন্টস রা তার বালিশের নিচে এমনই তার রেখে যাওয়া লেখা পায় ,পরে সবার সামনে আনে বই আকারে ,যা হয়ত বিখ্যাত কিছু বইয়ের মাঝে পরে এখন
স্টুডেন্টস আর তার শিক্ষকের সম্পর্ক অনেক গভির ,অনেক সম্মানের ,সম্পর্ক আধ্যাতিকতার ,যারা বুঝেছে তারা ইল্ম পেয়েছে ,তা ছড়িয়ে দিয়েছে ,
 
আমরা আজকাল ইল্ম নিয়ে পড়াশোনাতো দেখি কিন্তু ইলম এর আমল খুব কমই পায়,আজকাল শিক্ষকদের সাথে স্টুডেন্টসদের সম্পর্ক ,সম্মান খুবই ঠুনকো !আজকাল স্টুডেন্টসরা শিক্ষককে খোচা দিয়ে কথা বলে ,কটুক্তি করে ,আবার কেউ শিক্ষকের বয়স হিসেব করে সম্মান দেয় !!! ইন্নালিল্লাহ!!
এরা ইল্ম কিভাবে পাবে!!! আমি যদি দেখি সে তলিবুল ইলম কিন্তু আদবে জিরো তার সাথে দূরুত্ব বজায় রাখি আর এমন কেউ স্টুডেন্ট হিসেবেও গ্রহন করিনা আমার উস্তাজাদের ও আমি এমন পেয়েছি! ! ইমাম শাফিয়ি খাতার পেজটাও উল্টাতেন আস্তে !
আমার উস্তাজাদের নিয়ে আমি লিখি ,কখনো এমন কোন ঘটনা লিখিনি যা মনে হয়েছে রিয়া হয়ে যাচ্ছে ,মাঝে মাঝে কিছু তুলে ধরা উচিত শেখার জন্য,একবার আমার মনে হলো আমার কারনে হয়ত উস্তাজা কস্ট পেয়েছেন ,এই ভাবনাই আমি এত কেদেছি চোখে রক্ত জমে গেছে ,২0 দিন লেগেছিল চোখ ঠিক হতে ! আমার উস্তাজারা আমার কলিজা ,আমি আমার মা বাবার জন্য যেভাবে দোয়া করি সেভাবেই দোয়া করি আমার শাইখ শাইখাদের জন্য!
কখনোই সেভাবে রিয়ালাইজ করিনি টিচার্সদের নিয়ে লেখা কথাগুলো কতটা ইন্সপায়ারিং ,কারন আমি লিখি ,পড়া হয়নি কারো! আজ আমার উস্তাজার কথা শুনে ফিল হলো আজ আমি কতটা ইন্সপায়ার্ড,আল্লাহ যেন আমাদের উত্তম সাদকায়ে জারিয়া হওয়ার তৌফিক দান করেন..
-Halima Islam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *