বালাগুল এর লিড ইন্সট্রাক্টর & প্রতিস্ঠাতাঃ
হালিমা ইসলাম :
তাজউইদ, কুরআন রিসাইটেশন, কায়দার উপর উচ্চ সনদে সানাদপ্রাপ্ত বিভিন্ন শায়েখ শায়খার আন্ডারে।
শিখেছেনঃ লেবানন, সাউথ আফ্রিকা, সৌদি, ইউ.কে, ইউ.এস, মিশর,সহ অনেক দেশের উচ্চ সানাদ প্রাপ্ত শায়খ শায়খার আন্ডারে। এখনো পড়ছেন।
★ আছেন ১০ কিরাত এ সুগরা কুবরাতে উচ্চ সানাদপ্রাপ্ত৷ অভিজ্ঞ মিশরিয় শায়েখা।
(উনি এখন হিফজ এ দায়িত্বপ্রাপ্ত)
★ আছেন মিশরিয় আরেকজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষিকা যিনি ইন্টারন্যাশনাল হালাকায় ও ক্লাস নেন।
(উনি রিসাইটেশন & নুর আল বায়ান এর হালাকায় দায়িত্বপ্রাপ্ত আছেন)
★ আদব বিভাগ এ আছেন হাফেজ আলেম, ১০ কিরাতে এ ইজাজাহ প্রাপ্ত আল আযহার থেকে মাস্টার্স পড়ুয়া শায়েখ। উনার আছে সবচেয়ে হায়েস্ট সানাদ এ কুরআন, তাজউইদ হাদিস সহ নানা বিষয় এ উচ্চ সানাদ আলহামদুলিল্লাহ।
★ কায়দা নুরানিয়াহ ও সীরাহ কোর্সে আছেন উস্তাজা হালিমার আন্ডারে প্রশিক্ষণ প্রাপ্ত কায়দা, তাজউইদ এ আরব শায়খ শাইখা তে ইজাজাহপ্রাপ্ত ও কুরআন ইজাজাহ তে অধ্যয়নরত শিক্ষিকা।
যাদের আন্ডারে প্রত্যেক ব্যাচ এর রিভিউ আলহামদুলিল্লাহ স্টুডেন্ট রা রেটিং দিয়েছে ১০/১০।
★বালাগুল এর প্রত্যেক টিচার তার উপর দায়িত্ব এর তুলনায় অধিক যোগ্যতার অধিকারি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের প্রচেস্টাকে কবুল করুন।