কুরআন বুঝে বুঝে পড়ার তৃপ্তি

কুরআনের সেই পাতায় পাতায় আমার চোখের পানির দাগ রয়েছে।
কুরআন আমরা পড়ি, যখন এর অর্থ বুঝে পড়বো প্রতিটি আয়াত আপনাকে কখনো কাদাবে,কখনো হাসাবে! কখনও গায়ে কাটা দিয়ে উঠবে,কখনো বা আত্ন সমালোচনায় আপনি মত্ন হয়ে যাবেন।

 

মনে পড়ে যখন একটি আয়াতে এসে পৌছি জাহান্নামে মানুষের চামড়া এতো বেশি মোটা হবে যেন ঝলসানো আরও কস্টদায়ক হয়। বার বার সেই চামড়া আগের মতো হয়ে যাবে।
এই আয়াত পড়ার পর হেচকি উঠে গেছে কান্নায়।


আমরা কুরআন পড়ি যেদিন এর অর্থ বুঝে পড়বো কুরআন আমাদের উত্তম হওয়ার,আমাদের নিজের আখিরাত কে সাজানোর জন্য পথ প্রদর্শক হবে।

 

যারা আরবি ভাষা না বুঝি অন্তত যেন অর্থটা বুঝে নেই তাফসির দেখে। কুরআন বুঝে বুঝে পড়ার তৃপ্তি অনেক।
মাঝে মাঝে অনেক আকাঙখা জন্মে,আমি যদি আরব হতাম…

Share with your friends!