অনুপ্রেরণা

কেমো থেরাপি নিয়ে ক্লাসে সিরিয়াল ধরে বসে থাকতে দেখি। পড়া দেয়ার জন্য, হসপিটালে বসে বসে পড়া শুনে আমার ছাত্রী। লেবার পেইন নিয়ে ক্লাসে বসতে দেখেছি।

 ব্রেন হ্যামারেজ, নিয়ে পড়াশোনা নিয়ে অধিক আগ্রহ দেখেছি।
হাসবেন্ড থেকে লুকিয়ে আমার পড়া রিভাইস করতে শুনেছি।

 
গাড়ির জ্যামে বসে সেই গাড়ির আলোতে আমার পড়া রেডি করতে শুনেছি। কুরআন শেখার প্রতি অদম্য আগ্রহ তাদের। সেদিন একজন বললেন মৃতু্্যর আগে যেন কুরআন খতম সহিভাবে করতে পারি বয়সত হয়ে গেছে!! উনারা আমার নিজের অনুপ্রেরণা

 
আপনাদের কুরআন না শেখার আর কি বাহানা দিবেন?