Always empty your bucket before joining class

আমার এক শাইখ ক্লাসের শুরুর দিকে বলেছিলেন, (always empty your bucket, before joining class, because you cannot pour a full bucket) ক্লাসে বসার আগে নিজের বালতিটাকে খালি করে বসতে।কারন ভরা বালতি কখনো ভরা জায়না। পড়ে যায়।
যেহেতু ঐ ক্লাসে অনেক শাইখ শাইখারা আবার সব লেভেলের স্টুডেন্ট ছিলেন। কারো যেন এই মনে না আসে আমিতো পারি। তাহলে হয়তো মনোযোগ দিয়ে তার মধ্যে থেকে যে ইলম আছে সেটা নিতে আমরা ব্যর্থ হবো। আমি নিজের মাধ্যমেই দেখেছি যখন কোন ক্লাস টপিক খুব ইজি। এই টপিকই আমি আবার নতুনভাবে শিখি।” there is always one more thing to learn”
আমি একদিন আমার এক শাইখা কে জিজ্ঞেস করি উস্তাজা আমি এখন কোন লেভেলের, বলে আমি তোমাকে শিক্ষিকা হিসেবে তৈরি করেছি। অবশ্যই অ্যাডভান্স।আমি উত্তর দিলাম উস্তাজা আমিতো নিজেকে বিগিনার ছাড়া বেশি কিছু বলার সাহসই আসেনা।উস্তাজা হেসে বলেন বি কনফিডেন্ট।
কিন্তু শেষ এর দিকে বলেন হালিমা এই শেখার এটা শুরু। ২৫ বছর পরও আমি শিখছি।
আমি একই টপিকে এতো জনের কাছে শিখেও যখন আমি ঐ একই বিষয় আমি লাগে শত রকম ভাবে শিখি আমি প্রতিবার ফিল করি ইলম কি জিনিস। আর ইলম অনেক গাইরাত ওয়ালা জিনিস। কারো বাড়ে। কারোটা থমকে থাকে। আর কেউ ভব ভব করে ঘুরে। কিন্তু ইলম তার কাছে আসেনা যেভাবে সে চাইছে।
আমরা নিজের নিয়ত, আখলাক, প্রতিনিয়ত পরিশুদ্ধ করি আমার নিয়ত ঠিক আছেতো।
-Halima Islam